ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

তাইজুলের গুডলেন্থের বলটা ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু তা লাগলো ব্যাটের কোণায়, বল গিয়ে জমা পড়ল ফরোয়ার্ড শর্ট লেগে থাকা বদলি ফিল্ডার ইয়াসির আলির হাতে। ব্যক্তিগত ১২ রানে ফিরলেন ম্যাথিউস। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৬ রান।


তৃতীয় দিনের এক সেশনেই কোনঠাসা বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটা বাঁচানোই দায় হয়ে পড়েছে মুমিনুল হকের দলের। চতুর্থ দিনে আজ তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।


তৃতীয় দিনের শুরুতেই শেষ হয়নি প্রথম ইনিংস। স্বভাবতই প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের নিয়তিও ধরে নেওয়া হচ্ছিল নিষ্প্রাণ ড্র। কিন্তু শেষ এক সেশনে সব তালগোল পাকিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক করুণারত্নের করুনায় ফলো অনটা করতে হয়নি বাংলাদেশের, তবে বড় লিডের বোঝা কাঁধে নিয়ে নামতে হয়েছে বোলিংয়ে। ইনিংসের শুরুতে চাপেও রেখেছেন তাইজুল-মিরাজরা, তবে সেটা ধরে রাখার লক্ষ্যেই আজ চতুর্থ দিনে মাঠে বাংলাদেশ।

ads

Our Facebook Page